S-FSW (lausd)
Job Title: Substitute Food Service Worker
Application করার জন্য আপনার যা নিয়ে বসতে হবে, তা হলো:
1. Social Security Number
2. Permanent and Present Address
3. Active Email Address
4. Active Phone Number
ওয়েব সাইড থেকে (সব সময় Firefox থেকে Google ব্যবহার করতে হবে,
Chrome এর Google অনেক সময় কাজ করে না)
https://www.lausd.org/careers
ওপেন করার পর, Jobs Open to the Public -এ Click করতে হবে।
(অথবা আপনি নিচের এই Link-এ Click করতে পারেন-
https://careers.lausd.org/job/Food-Service-Worker/1217733200/
এর পর Apply for Current Job Opportunities -থেকে
Substitute Food Service Worker Job Option-এ Click করতে হবে।
এর পর Apply-তে Click করে Application Wizard অনুযায়ী সবকিছু শেষ করে তারপর Submit-এ চাপ দিতে হবে।
Apply করার পর সাথে সাথে আপনার Email-এ LAUSD থেকে একটা Email আসবে, যার কোন Reply দিতে হবে না। প্রতিদিন Email চেক করতে হবে, এই Email-এ ই আপনার পরিক্ষা দেওয়ার জন্য Invitation Letter আসবে।
পরিক্ষা দিতে যাওয়ার সময় যা যা নিতে হবে:
1. Invitation Letter-এর Print
2. Social Security Card.
3. Work ID or Green Card or USA Passport.
4. California ID (যাঁদের USA Passport আছে তাঁদের লাগবে না)।
5. পরিক্ষা কেন্দ্রে 30 মিনেট পূর্বে পৌছাতে হবে।
6. মোট 50 টি প্রশ্ন আসবে এবং 50 মিনিট সময় থাকবে
7. 1-20টি প্রশ্ন থাকবে Paragraph থেকে এবং বাকী 21-50টি প্রশ্ন থাকবে
Math
8. পাশ করার জন্য 75% প্রশ্ন সঠিক হতে হবে।